১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী নিরাপত্তায় অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি বিএনপি প্রার্থীর

রাজনৈতিক প্রতিবেদক

নির্বাচন সামনে রেখে দেশে অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফটিকছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। তাঁর মতে, ‘অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় সন্ত্রাসীরা আরও সাহসী হয়ে উঠছে, অথচ কোনো মামলা না থাকা সত্ত্বেও নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।’

রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সরওয়ার আলমগীর বলেন, ৫ আগস্টের পর প্রশাসন দোসরমুক্ত ও দুর্নীতিমুক্ত হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। তাঁর অভিযোগ, প্রশাসনের একটি অংশ এখনও পুরোনো ধারায় চলছে; আগে যেখানে দুই লাখ টাকা ঘুষ নেওয়া হতো, এখন সেখানে পাঁচ লাখ টাকা দাবি করা হচ্ছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়েছে। যারা প্রকৃত অপরাধের সঙ্গে জড়িত, তারা দেশে নেই। অথচ যারা দেশে রয়েছেন, তাদের অনেকেই নিরীহ; তবুও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।’

ফটিকছড়ি ও ভূজপুর থানার পুলিশের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের গ্রেপ্তার করার প্রয়োজন নেই। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নিরীহ মানুষকে হয়রানি করা হলে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশের অভিযোগ রয়েছে। অতীতে নিরীহ মানুষকে আটক করে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে, যা ৫ আগস্টের সময় আরও প্রকট হয়ে উঠেছিল।’

তিনি অভিযোগ করেন, ‘একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এমনকি নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অভিযোগও উঠেছে, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

সরওয়ার আলমগীর বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন কাঞ্চন, শাহনেওয়াজ সেবুল, সরওয়ার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, মঈন চৌধুরী, সুজাউদ্দিন চৌধুরী ও হান্নান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?