১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালত অভিযান:

পাইন্দংয়ে কৃষি জমির মাটি কাটা: দুই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আটককৃত মো: আলমগীর, কাজী মো: হাবিবুল্লাহ।

পাইন্দং ইউনিয়নের য্যোগিনাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন প্রশাসন। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- ফকিরাচাঁন গ্রামের মার্দাশার বাড়ির মৃত আব্দুস ছালামের পুত্র মো: আলমগীর, দক্ষিণ পাইন্দং কাজী বাড়ির মৃত কাজী মো: ইদ্রিসের পুত্র কাজী মো: হাবিবুল্লাহ। অভিযানকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আটককৃতরা অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী মো: আলমগীরকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং কাজী মো: হাবিবুল্লাহকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও দন্ডপ্রাপ্ত দুইজন ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।


এসময় ফটিকছড়ি সদয় ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম জানান, ‘কৃষি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?