১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

প্রার্থীতা ফিরে পেলেন হাতপাখার প্রার্থী জুলফিকার আলী

রাজনৈতিক প্রতিবেদক

হাতপাখা প্রতীকের প্রার্থী জুলফিকার আলী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জুলফিকার আলী মান্নান হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাছাই শেষে ১৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, মনোনয়ন দাখিলের প্রথম দফায় সময়ক্ষেপণের মাধ্যমে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত রিটার্নিং কর্মকর্তাকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের রায়ের পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থীতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় জুলফিকার আলী মান্নান বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। তিনি ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। বাগান বাজার থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এলাকার প্রধান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব নিরসন, নারী উন্নয়ন এবং কৃষি খাতের উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার সহায়তায় আগামী পাঁচ বছরে ফটিকছড়িকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?