ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকি, অসৎ উদ্দেশ্যে বিভ্রান্তিকর মানববন্ধন আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ-প্রচারের প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে ফটিকছড়ি উপজেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলা, নাজিরহাট, বিবিরহাট, নানুপুরসহ বিভিন্ন ইউনিটের শতাধিক ফারিয়া সদস্য অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ফারিয়ার সভাপতি ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন ফারিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মতিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক এস এম তসলিম উদ্দিন, বিবিরহাট ইউনিটের সভাপতি মো. জাকির হোসেন, নানুপুর ইউনিটের সভাপতি শাকিল মুনছুর, নাজিরহাট ইউনিটের সভাপতি মো. আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় ফারিয়ার কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে লক্ষ্য করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। এমনকি তাঁকে হত্যার হুমকির মতো গুরুতর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় ও সংগঠনের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা।
নেতারা আরও বলেন, ফারিয়া একটি পেশাদার সংগঠন; এখানে বিভ্রান্তি, অপপ্রচার বা ষড়যন্ত্রের কোনো স্থান নেই। আমাদের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর মানববন্ধন আয়োজন করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও করছি।
তাঁরা বলেন, “যে কেউ ফারিয়ার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। আমরা সংগঠনের ঐক্য অটুট রাখতে সব সদস্যকে সচেতন থাকার আহ্বান জানাই।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিচার দাবি করে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।



