পানীর অপর নাম জীবন-চিরন্তন সত্য। যুগে যুগে মানুষ নিরাপদ পানীর জন্য কত কিছুই না আবিষ্কার করলো। কিন্তু পাহাড়ী দূর্ঘম এলাকার মানুষ এখনো আদি পদ্ধতিতে পাহাড়ী ঝর্ণার ধারে, পাহাড়ী ছড়া বা খালের ধারে প্রথমে একটি কুপ করে। সেখানে সারা রাত জমা হওয়া পানি সেচে ফেলে দেয়। এভাবে বেশ ক’বার করার পর সচ্ছ ঠান্ডা সুপেয় পানির সন্ধান পায় তারা। সেই পানি সংগ্রহ করে জীবন ধারণ করে পাহাড়ী অঞ্চলের মানুষ। ফটিকছড়ি-লক্ষীছড়ি সীমান্তে বার্মাছড়ি বাজারের কাছে এক উপজাতি নারীর পানি সংগ্রহ করার চিত্রটি সংগ্রহ করেছেন এম এস আকাশ।



