আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটপ্রেমীদের জন্য আগে থেকেই বাজতে শুরু করেছে বৈশ্বিক লড়াইয়ের প্রস্তুতির ঢাক। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
প্রথমবারের মতো ২০ দল অংশ নিচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপে, যা চারটি গ্রুপে ভাগ করা হয়েছে—প্রতিটি গ্রুপে পাঁচটি দল করে। এর মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য। ‘সি’ গ্রুপে বাংলাদেশ লড়বে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি প্রতিপক্ষ নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
গ্রুপিংয়ে আছে আরও চমক। আগের আসরের মতো এবারও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত–পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার এইটে। ফলে ‘সি’ গ্রুপ থেকে এগোনো বাংলাদেশের জন্য হবে কঠিন পরীক্ষা।
আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা। ফাইনাল হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে—তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি সরিয়ে নেওয়া হবে নিরপেক্ষ ভেন্যুতে। পুরো টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।
একনজরে বিশ্বকাপের গ্রুপিং
এ গ্রুপ- ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র।
বি গ্রুপ- অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে।
সি গ্রুপ- বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ
ডি গ্রুপ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত।



