তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক শোকবার্তায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বহু দলীয় গণতন্ত্রের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম)-এর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিচল ও সাহসী নেতৃত্বের প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক এক উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায়ে জাতি হারালো একজন মহীয়সী ও মহামূল্যবান নারীকে, যার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অধ্যক্ষ নুরুল আমিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থকের প্রতি গভীর সমবেদনা জানান।



