১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূজপুরে যুবসমাবেশে অধ্যক্ষ নুরুল আমিন

বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে

রাজনৈতিক প্রতিবেদক

ফটিকছড়ি আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, ‘ফটিকছড়ি থেকে অবিলম্বে সব ধরনের বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই একটি সুষ্ঠু,শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য বন্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।’

শুক্রবার বিকেলে ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

নুরুল আমিন আরও বলেন, ‘আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী বিজয়ী হলে একটি ইনসাফ পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা হবে।’

জামায়াত নেতা মাওলানা হাশেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মোস্তফা আমিন মানিকের সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অধ্যাপক জাহাঙ্গীর আলম, এডভোকেট ইসমাইল গনি, মাওলানা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, শফিউল আলম নুরী,মাষ্টার হাফিজুর রহমান, এস এম রফিক উদ্দিন প্রমুখ।

সমাবেশ ভূজপুর ইউনিয়ন যুব বিভাগের ২০২৬ সেশনের জন্য মো. দিদারুল আলমকে সভাপতি ও মোঃ সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?