১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকা ক্ষয়-ক্ষতি

নানুপুর বাজারে গভীর রাতে আগুন, ভস্মীভূত ১৮ দোকান

নিজস্ব প্রতিবেদক

ঘুমন্ত নানুপুর বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই বদলে যায় রাতের নীরবতা। বাজারের মির্জা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮টি দোকান। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাত হওয়ায় বাজারে লোকজন ছিল হাতে গোনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিচতলার একের পর এক দোকানে। স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অধিকাংশ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম, মতি টি স্টোর, বসুন্ধরা ও সোহেল ব্রাদার্সের গুদাম, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ ও নাজিম সওদাগরের মালামালের গুদাম, সোলাইমানের দোকান, একটি মোবাইল সার্ভিসিং শপ এবং কয়েকটি কাপড়ের দোকানের গুদাম। ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকানই গুদাম হিসেবে ব্যবহৃত হতো।

ব্যবসায়ীরা জানান, চোখের সামনে বছরের পর বছরের পুঁজি পুড়ে ছাই হয়ে গেছে। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি বলেন, ‘আমরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুনের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো নানুপুর বাজারজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

শনিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু নাছের, নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলমসহ বাজার সমিতির নেতৃবৃন্দ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?