১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।

খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু। বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। প্রশিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কালীন সময়ে নির্বাচন  কমিশনের সাংবাদিকদের দেয়া নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে জেলা বিভিন্ন উপজেলা ৫০ জন সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?