১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনিক সমন্বয় সভা বক্তারা

মাইজভান্ডারী তরিকার চর্চার গুনে লক্ষ মানুষ এসেছে ইসলাম ধর্মের পথে

নিজস্ব প্রতিবেদক:

মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ির মাইজভাণ্ডারে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী (র) ৮৯তম খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা বক্তারা বলেছেন, মাইজভান্ডারী তরিকার চর্চার গুনে লক্ষ লক্ষ মানুষ এসেছে দ্বীন ইসলামের পথে। অগণিত মানুষ খুঁজে পেয়েছেন মুক্তির পথ। মানবপ্রেমের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্ধানই মাইজভান্ডারী তরিকার মৌলিক দর্শন। সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী অসংখ্য মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে শরিয়তের খেদমত করেছেন। ১৯৮৭ সালে তিনি মাইজভাণ্ডার দরবার শরীফে প্রথম ‘রাহমানিয়া মইনীয়া দরসে নেজামি মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্স’ প্রতিষ্টা করেন।

গত সোমবার রাতে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, মো. শাহজাহান মাইজভাণ্ডারী, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম, নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, ইউপি সদস্য তৌহিদুল আলম, সরোয়ার হোসেন প্রমুখ।

সভায় খোশরোজ শরিফে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার এবং মঞ্জিলের স্বেচ্ছাসেবক মোতায়েনের সিদ্ধান্ত হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?