কলিকা। দারুণ এক শিক্ষা সাময়িকী। সম্পাদনা করেছেন সাজেদুল করিম ভুঁইয়। কবি ও শিক্ষক সাজেদুল করিম কলিকা’কে সাজিয়েছেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা, সুযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনার নিরিখে। নানাবিধ বিষয় ছাড়াও আছে গণিত অলিম্পিয়াডের আদ্যোপান্ত। আবৃত্তি শিক্ষার গুরুত্বটি কোন অংশে কমতি ছিল না। যুতসই পাঠকের অনন্য খোরাক হয়েছে সাময়িকিটি।
কলিকা ফুটিবে এইবার শ্লোগান নিয়ে শুদ্ধ চেতনা প্রকাশন থেকে প্রথম বারের মতো প্রকাশিত হয়েছে এই ‘কলিকা’। এতে আরোও স্থান পেয়েছে ফটিকছড়িসহ দেশের পনেরো উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের লেখা। তাঁরা লিখেছেন প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট প্রবন্ধ, গল্প, ছড়া-কবিতা, বিদ্যালয় প্রতিবেদন এবং শিক্ষার্থীদের রচিত ছড়া ও চিত্রাঙ্কন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ‘কলিকা’র মোড়ক উন্মোচন করা হয়। ফটিকছড়ি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভার এক ফাঁকে উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তরুণ কবি ও শিক্ষক সাজেদুল করিমকে তাঁর লেখনি ধারা অব্যাহত রাখার জন্য সাধুবাদ জানান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান মুরাদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তনে ‘কলিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি প্রানবন্ত হওয়ায় লেখক সাজেদুল সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবার সহযোগীতা কামান করেন।
এসময় উপজেলার দুইশত ঊনত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক নাসির উদ্দীন চৌধুরী, ফরিদুল আলম, রঞ্জিত কুমার ভট্টাচার্য্য, জোহরা খানম আকলিমা ও বিদ্যুৎ বড়ুয়া।
শিক্ষক বক্তারা বলেন, ‘আমাদের অনেকেই লেখালেখির সাথে যুক্ত। শিক্ষার্থীরাও উৎসাহ পেলে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। প্রকাশনার প্লাটফর্ম হিসেবে অবদান রাখবে শিক্ষা সাময়িকী ‘কলিকা’। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য কলিকা অনন্য সাধারণ পাঠগ্রন্থ হিসেবে ভূমিকা পালন করবে আমরা আশা করি।’



