সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে সড়কপথে ওমরাহ করতে যাওয়ার সময় এক প্রবাসী সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই প্রবাসীর কনিষ্ঠ কন্যা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি একটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ওই প্রকৌশলী হলেন মোঃ আইয়ুব। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভার পরান চৌধুরী বাড়িতে। তিনি পরিবার নিয়ে আবুধাবিতে থাকেন এবং সেখানে একটি বেসরকারী কোম্পানীতে প্রকৌশলী হিসেবে কর্মরত।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ওই পরিবারের সদস্য ও লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান। তিনি জানান, দুবাই আবুধাবি থেকে সড়কপথে ওমরা করতে সৌদি আরব যাওয়ার পথে আমার মেজভাই ও তাঁর পরিবার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভাতিজী রাহী (১৫) নিহত হয়েছে। আহত পরিবারের বাকী সদস্যরা স্থানীয় একটি মেডিকেলে ভর্তি রয়েছে।’
জানা যায়, প্রবাসী মোহাম্মদ আইয়ুব দীর্ঘদিন ধরে
দুবাই আবুধাবি এলাকায় পরিবার নিয়ে বসবাসরত। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
উল্লেখ, প্রবাসী মুহাম্মদ আইয়ুব লন্ডনপ্রবাসী ও লিম ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মাসুদুর রহমান ও যুবদল নেতা আজম খাঁনের মেজ ভাই।



