সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর দারুচ্ছালাম মাদ্রাসা ও আধুনিক শিক্ষা কমপ্লেক্সের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জন উদযাপনের পাশাপাশি মাদ্রাসার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে একটি নতুন পরিবহন গাড়ির উদ্বোধন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।
মাদ্রাসার পরিচালক হাফেজ মো. উসমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. শহীদুল ইসলাম। এসময় পরিচালনা কমিটির সদস্য শেখ মো. সুমনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং মাদ্রাসার শিক্ষারশিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।



